ভালোবাসা যখন সাকসেস হয় তখন জীবনটাই প্লাটে যায়।বলছি আমার ভালোবাসার কথা।২০০৯সালের আগষ্টের ১৫ থেকে ২০ তারিখের মধ্যে যেকোন একদিন হঠাৎ ফোন আসলো রং নাম্বারে। তাই ৩০সেকেন্ড কথা বলেই ফোন কেটে দিলাম।ওইদিন রাতে আবার ফোন দিলো বিরক্ত হয়েই কথা বললাম।বাট কিছুক্ষণ কথা বলার পরেই বিরক্তটা চলে গেলো আরো কথা বলতে ইচ্ছে করলো।সেই কথার ভালো লাগা থেকে আলহামদুলিল্লাহ আমাদের বিয়ে হয়েছে আমাদের ভালোবাসার ঘরে এসেছে রাজপুত্র আর রাজকন্যা। তারাই আলো দিয়ে ভরে রেখেছে আমাদের ভালোবাসার ঘর।।।।