ভালোবাসার মানুষকে নিয়ে ভিশনের কোন শেষ নেই। একটা পূরণ হলেই অন্যটা হানা দেয়।কিন্তু তার সাথে কাপ্তাই লেক ঘুরতে যাওয়ার ইচ্ছে কখনো পুরাতন হয়নি। শীতের কুয়াশাজড়ানো এক সকালে সে আর আমি লেকের জলে নৌকা চালাবো, আমাদেরকে ঘিরে রাখবে কুয়াশা, পাহাড় আর ভালোবাসা। আমাদের ভালোবাসার মতো পবিত্র আর সুন্দর প্রকৃতিতে বসে তাকে কতোটা ভালোবাসি সেটা আকাশ, বাতাস, পাহাড়, জল সবাইকে জানাতে চাই।