অনেক দিন ধরে তোমায় ফলো করি, কিন্তু তোমাকে কিছু বলতে পারি না। স্কাউটের ভর্তি ফরমে তোমার ছবি দেখে প্রথম তোমাকে ভালো লাগে। তোমাকে ভালোবেসে ফেলেছি। ঐশী তুমি জানো, তোমার সামনে গেলে আমার মনের সব কথা যেন হারিয়ে যায়, তাই তোমায় সাহস করে বলতে পারি না, তোমায় অনেক ভালোবাসি। তোমার চোখগুলো দেখলে আমার হারিয়ে যেতে ইচ্ছা করে। আর সেই সঙ্গে আমাকে মুগ্ধ করেছে তোমার মুচকি হাসিটি। তোমার সামনে যেতে আমার মন চায়। মন চায় বলি, ‘ঐশী তোমাকে অনেক ভালোবাসি।’ তোমার হাতে হাত রেখে সারাটি জীবন কাটিয়ে দিতে চাই। তোমাকে এক দিন না দেখলে মনে হয় যেন এক যুগ ধরে তোমাকে দেখি না। সত্যি তোমাকে ভালোবাসি ঐশী। তোমাকে না দেখে থাকার কথা চিন্তাও করতে পারি না। পাগলি তোমাকে আমি অনেক ভালোবাসি।