By - Afrin nisha

ভালোবাসার মানুষটির সাথে যখন প্রথম তাজমহল গিয়েছিলাম সেই দিন টির কথা আমার আজ ও মনে আছে। আমার স্বপ্ন পূরন হয়েছিল সেই দিন। আমার স্বপ্ন ছিল আমি আমার ভালোবাসার মানুষটির সাথে তাজমহল দেখব। আল্লাহ আমাদের স্বপ্ন পূরন করেছেন। আর এখন আরেক টি ইচ্ছা আছে তার সাথে আল্লাহর ঘর দেখা। আল্লাহ যেন এই ইচ্ছা পাও পূরন করেন। ধন্যবাদ ভিষন ইলেকট্রনিকস আমাদের পুরানো স্মৃতিতে নিয়ে যাওয়ার জন্য।