By - MD.Arafath

জীবনে হঠাৎই আলোকচ্ছটা ছড়িয়ে তোমার আগমন। ২০১৯ সালের ১২ মে তোমার সঙ্গে প্রথম কথা। ধীরে ধীরে শুরু হয় জীবন চেনার পর্ব। সম্পর্কটা যেন বন্ধুত্বের বাঁধনে আটকে গেল। সকাল–বিকেল খোঁজখবর নেওয়া, একটু দেখতে চাওয়া। সব মিলিয়ে মনে হলো জীবনের এক নতুন অধ্যায় খুঁজে পেয়েছি তোমার মধ্যে। মনের ভেতর মায়ার বীজ গজাতে লাগল। আমার সব ভাবনাজুড়ে শুরু হলো তোমার বসবাস। একপর্যায়ে হৃদয়ের সবটা দখল করে নিলে তুমি। মনের অজান্তেই ভালোবেসে ফেললাম তোমায়। শুরু হলো একতরফা ভালোবাসার ফুলঝুড়ি। খুনসুটির এক ফাঁকে একদিন ‘স্টুপিড’ বলে ডাকি তোমায়, মনে হলো সত্যিই একটু খেপেছ। কিন্তু আজ সেই স্টুপিড ডাকটা শোনার জন্য মুখিয়ে থাকো তুমি। আমিও ভালোবাসার প্রলেপ দিয়ে স্টুপিড বলেই ডাকি তোমায়। কথা দাও, সারা জীবন আমার ‘স্টুপিড’ হয়েই থাকবে তুমি?