আমাদের "ভালোবাসার ভিশন"- আমরা সবসময় চেয়েছিলাম আমাদের ভালোলাগা/ভালোবাসার জন্য আমাদের পরিবারের কেউ যেনো কষ্ট না পায় এবং ভালোবাসার মর্যাদা তথা পবিত্রতা যেনো অক্ষুন্ন থাকে সেদিকে সদা সজাগ ছিলাম।এবং আমাদের সম্পর্কে স্বচ্ছতা রেখেছিলাম সর্বদা।আর আমাদের দেখে অন্যরা যেনো কিছু শিখতে পারে, তাদের ভিশন স্থির করতে পারে সেদিকে লক্ষ্য রেখেছি। আমরা দু'টি পরিবার কে একসুতোয় বেঁধেছি।ভালোবাসা কোনো পাপ নয় তবে ভালোবাসায় নোংরামি টা পাপ। ♦️২০১৪ সালের সেপ্টেম্বর মাসের ৯ তারিখে আমি বন্ধুদের সাথে তিস্তার পাড়ে ঘুরতে যাই।সেখানে বন্ধুদের মাঝে এক নতুন বন্ধুর সাথে পরিচয় হয়।প্রথম দেখায় যে কাউকে এতটা ভালো লাগতে পারে তার সাথে পরিচয় না হলে বুঝতেই পারতাম না কখনো।যাকে বলে Love at first sight.সে খুবই কম কথা বলে আর ভীষন লাজুক।অন্যদিকে আমিও খুব শান্ত স্বভাবের ছিলাম।তাকে দেখে আমার অত্যন্ত ভালো লেগে যায়।কিন্তু সে ভালোলাগাটা হয়তো বন্ধুত্বের ছিল।তারপর আমাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়।সেদিন অনেকের সাথে পরিচয় হলেও সে শুধু আমার সাথেই যোগাযোগ রাখে এবং বন্ধুত্ব করে।বন্ধুত্ব থেকে ভালোবাসায় রুপ নেয়।একসময় আমি বুঝতে পারি সে আমাকে ভালোবাসতে শুরু করেছে।কেননা এত লাজুক একটা ছেলে যে কারো সাথে তেমন কথাই বলেনা আর সে আমার প্রতি এত কেয়ারিং।একদিন সে আমাকে তার ভালোবাসার কথা জানায়।আমিও তার ভালোবাসায় মুগ্ধ ছিলাম।কিন্তু পরিবারের সিদ্ধান্তের বাইরে আমি কিছু করবো না এটা জানিয়ে দিই।কারন আমি বাবা মায়ের একমাত্র মেয়ে।আমি কাউকে কষ্ট দিতে পারবো না।তখন সে আমাকে জানায় পড়াশোনা শেষ করে পরিবারের সম্মতিতেই সব হবে।তাদের সিদ্ধান্ত ছাড়া কিছুই হবে না। এভাবে ৭ বছর পেরিয়ে যায়।৭ বছর ধরে চলে দুজনের মধ্যে মিষ্টি ভালোবাসার সম্পর্ক। খুব একটা দেখা হতোনা আমাদের।কিন্তু দূর থেকেও যে সম্পর্ক টিকিয়ে রাখা যায় তা আমরা প্রমান করে দিয়েছি।আমাদের বন্ধুমহলের সবাই জানতো আমাদের দুজনের সম্পর্কের কথা, আমরা কিছুই গোপন রাখিনি কারন আমাদের সম্পর্কের মাঝে স্বচ্ছতা ছিলো।আমাদের বন্ধুরা আমাদের অনেক কিউট কাপল বলে আখ্যা দিতো আর অবাকও হতো এটা ভেবে যে আমাদের মধ্যে বেশি দেখা না হয়েও এত দীর্ঘ সময় ধরে কিভাবে টিকে আছে আমাদের সম্পর্ক টা। দুজন দুজনের মত পড়াশোনায় মনযোগ দিয়ে ভালোভাবে পড়াশোনা শেষ করি।পড়াশোনা শেষে সে তার পরিবারে জানায় সে আমাকে ভালোবাসে।তখন তার পরিবার থেকে আমার পরিবারে বিয়ের প্রস্তাব পাঠায়।তারপর দুই পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে হয়।আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা দুজন দুজনের ভালোবাসার মানুষ হয়ে সুখে আছি। সে আমাকে অনেক ভালোবাসে।তার ভালোবাসায় আমি ধন্য।তার মত জীবনসংগী পেয়ে আমি খুব হ্যাপি। আমিও তাকে অনেক ভালোবাসি।আলহামদুলিল্লাহ খুব সুখে আছি আমরা।