ভালোবাসা... সেকি আর লিখে প্রকাশ করা সম্ভব!!ইহা অপরিমিত, অপরিসীম!! সময়টা ২০০৭ সালের। আমি তখন সবে ইন্টারমিডিয়েট পাশ করে বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য কোচিং করতে কুমিল্লা যাই। কোচিং সেন্টার হতে আমার মেস বাসা খানিকটা দূরেই ছিল। তার সুবাদে প্রতিদিনই হেঁটে যেতাম আরেক বন্ধুর সাথে। যাওয়ার পথে প্রায়ই দেখা হতো তার সাথে। একদিন সে ছিলো আমাদের পিছনে! হঠাৎ একটি ইটের কনা আমার পায়ে এসে সজোরে লাগে। আমি ব্যাথায় কাঁতরাতে কাঁতরাতে পিছনে ফিরে দেখি সে মুচকি মুচকি হাসছে।। আমি ও আমার বন্ধু দাঁড়িয়ে গেলাম এবং আমি তাকে এই কাজ করার কারণ জিজ্ঞেস করি এবং পথ দেখে চলতে বলি।এর পরদিন সে আমার নিকট ক্ষমা চাইল এবং সে আমার প্রতি আসক্ত হয়ে যায়।প্রায় দিনই সে আমার জন্য পথিমধ্যে দাঁড়িয়ে থাকতো, কিছু বলতে চাইতো! আমি বুঝে ও না বুঝার ভান করে হায় হ্যালো বলে চলে যেতাম অনেকদিন তার সাথে দেখা হয় নাই। পরে জানতে পারলাম ওর নাকি বিয়ে হয়ে গেছে!! এটিই আমার অপরিণত ভালোবাসা।।