By - Nowrin Fatema

ভালোবাসার ভিশনে আমি শুধু দেখতে পাই আমার ভালবাসার মানুষটিকে। যার হাত ধরার শক্তিতে আজ আমি বলবান। যিনি হাত ধরার পর থেকে রঙধনুর সাত রঙে আমাকে রাঙিয়ে রেখেছেন। ভালবাসার মানুষটি প্রত্যেকটি মূহুর্তে আমাকে আমাকে শক্তি দেন, আগলে রাখলে রাখেন, ছায়া হয়ে পাশে পাশে থাকেন। ভালোবাসার ভিশনে তো ভালোবাসার মানুষটার প্রতি ক্লান্ত হওয়া বেমানান।ঠিক তেমনি তিনি ক্লান্ত না হয়ে তার হাতটি আমার মাথার উপর সবসময় রাখেন। ভালবাসার ভিশনে পছন্দের মানুষকে যত দেখব ততই সুন্দর মনে হবে, মনে হবে নতুন, মনে হবে আপন কেউ। ঠিক তেমনি প্রথমবার যখন আমার ভালবাসার মানুষটিকে দেখতে পাই সরাসরি তখন মনে হল উনি সবথেকে সুন্দর মানুষটি। তারপর যত দেখি ভালোবাসার মানুষটিকে ততই হারিয়ে যাই।ভালবাসার মানুষটির অনুপস্থিতি ব্যথা অনুভব করায়, প্রচন্ড টান অনুভব করায়।আমার ভিশন হল ভালেবাসার মানুষটিকে চোখের আড়াল হতে না দেওয়া।জন্ম থেকে জন্মান্তরে একই সুতোয় বাঁধা থাকতে চায়। আমৃত্যু একই ছাদের নিচে থেকে নিজেদের ভালোবাসার তাজমহল করতে চাই।