By - Jony Shahidul

অনেকগুলো বছর একসাথে কাটিয়ে দেওয়ার ফর্মুলা সবার জানা থাকে না। কত সুখ-দুঃখে যে পাশে থাকতে হয় ছায়ার মতো, কত রাগ-অভিমান যে ভাঙাতে হয় একে অপরের, কত ভুল বোঝাবুঝি যে ঠিক করে নিতে হয়, তার শত রকমের চোখের ভাষা শিখতে হয় যে কত লক্ষ বার চেষ্টা করার পর, তার গলার আওয়াজ শুনে কতবার যে বুঝে নিতে হয় ভিতরমহলের হাল-হাকিকত, তার কিছু না বলাতেও যে কত কিছু বলা হয় বুঝতে হয় সে'সবও, কত নতুনের প্রলোভন কে যে কাছে ঘেঁষার থেকে বিরত রাখতে হয়, কতটা যে সৎ হতে হয় সম্পর্কের প্রতি, কতবার যে সবটা তার ভুল জেনেও ক্ষমা করে দিতে হয়, কত ব্লক কত আনব্লক যে হয়, কতবার যে পুরাতন মানুষটাকে নতুনভাবে আবিষ্কার করে ফের তার প্রেমে পড়তে হয়... এ'সবের মন্ত্র সবার রপ্ত করার ক্ষমতা নেই। অনেক ঝক্কি যে! অনেক কঠিন যে! তার থেকে অনেক সহজ এই অপশনের মেলায় মানুষ বদলে ফেলা। কিন্তু, যারা পুরাতন মানুষগুলোকে না বদলে তাদের সাথেই প্রত্যেকটা নতুন দিনে ফের পেতে নেয় তাদের চিরন্তন সংসার, যারা মানুষকে ভালোবাসার পর তাদেরকে জামাকাপড় না ভেবে অভ্যাসে পরিণত করে ফেলে, যারা ছোট ছোট কারণে হাত না ছেড়ে একসাথে অনেক বড় বড় ঝড়ঝাপ্টা সামলে নেয়, যারা নতুন কোনও শরীরের প্রলোভনে ভুলে যায় না পুরাতন মানুষটার গায়ের গন্ধ, বিশ্বাসের বানান; যারা বিশ্বাস করে মানুষ বদলালে সমস্যাগুলো ভ্যানিশ হয় না; স্থগিত হয় স্রেফ। তারা একসাথে হাত ধরে হাঁটতে থাকে এ জন্ম থেকে পরের জন্ম, তার পরের জন্ম, তারও পরের জন্ম... ❤️ আলহামদুলিল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করবেন।