আজ একই সাথে আমার এ পথচলায় ভাঙা টিনের চালা,ভাঙা টিনের বেড়া,বিশ বছর পুরানো একটি ঘুণ পোকে খাওয়া ভাঙা খাটে,জোড়া তালি লাগানো দরজা জানালা এবং দু ভেলা ডাল ভাত খাওয়া এই নিয়ে পাঁচ টি বছর ভালবাসার পরশে দুজন দুজনার একজন হয়ে কাটিয়ে দিলাম। বেঁচে থাকুক ভালবাসা অভিরাম প্রতিটি মুহুর্ত।