ভালোবাসা শব্দটা শুনলে সবার আগে যে মানুষগুলোর নাম মনে আসে তারা হচ্ছেন মা-বাবা।এই পৃথিবীতে মা-বাবার থেকে আর কেউ বেশি ভালোবাসতে পারে বলে আমার জানা নেই। কারণ তাদের ভালোবাসা হচ্ছে অতুলনীয় ও অপরিমেয়।আমাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তাদের করা প্রতিটা ত্যাগ হচ্ছে আমার কাছে তাদের ভালোবাসা। সবথেকে বড় ত্যাগ করেছিলো ঐ দিন,যেদিন আমার ভবিষ্যতের কথা ভেবে আম্মু আব্বু তাদের হজ্ব করতে যাবার ভাবনাটা সরিয়ে রেখে আমাকে ডেন্টাল কলেজে ভর্তি করে দিয়ে এসেছিলো। আজকে আমি যা যতটুকু হতে পেরেছি তা শুধুমাত্র মহান আল্লাহ তায়ালার ইচ্ছায় আর আব্বু আম্মুর প্রচেষ্টার কারণে। ভিশন হিসেবে বাড়ি,গাড়ি কিনার থেকে উর্ধ্বে হচ্ছে আম্মু আব্বুকে আল্লাহর পবিত্র কাবা শরিফ তাওয়াফ করতে নিয়ে যাওয়া। তাদের ঐ অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করতে পারাটাই হচ্ছে "ভালোবাসার ভিশন"। আল্লাহ জলদি এর তৌফিক দান করুন-আমিন।