By - HSIN ANJUM

আমার প্রিয়জন হল মা,বাবা ও ভাই। আমরা দুই ভাই বোন।আমাদের মধ্যে অনেক স্বপ্ন আছে।নিজেদের নিয়ে পরিবার নিয়ে।তাদের নিয়ে হাসিখুশি সুন্দর দিন কাটানোর।তাদের জন্য বাড়ি,গাড়ি করার। নিজেরা নিজেদের পায়ে দাড়াব।তাদের নিয়ে দেশ বিদেশ সব দেশে ঘুরব ফিরব সেখানে বসবাস করব।এ হল আমার প্রিয়জনকে নিয়ে আমার স্বপ্ন।