By - Syed Rahat Husain Husain

পৃথিবীতে এত সুখ নাই ভালোবাসি তোমাকে যত আর তোমার জন্যই পৃথিবীটা এত সুন্দর..... আমার ভালোবাসার গল্পটা একটু ভিন্ন কেননা আমার বিয়ে ঠিক হয় পারিবারিক ভাবে আর বিয়ে ঠিক হওয়ার ৩ মাস পর হয় বিয়ের আয়োজন সুতরাং প্রেম- ভালোবাসার সময় পেয়েছি ৩ মাস। এর মধ্যে তার সাথে জীবনের সব সুখ ও দুঃখের গল্প, জীবনের সকল কিছু ভালোলাগা মন্দলাগা গুলো শেয়ার করেছি। প্রেম এর পরিনতি বিয়ে হলেই আমার কাছে মনে হয় জীবনের স্বার্থকতা ও পূর্নতা। প্রেম করে একে অপরের প্রতি বিশ্বাস নিয়ে সারাজীবন পারি দিতে পারাটাই প্রেমের সম্মান। সময় পার করার জন্য প্রেম করে বিয়ের বন্ধনে হয় অন্য কোথাও বাস্তব জীবনে তারা কখনো সুখী হতে পারেনা.... আমি নিজে সেই ধারাবাহিকতা বজায় রেখে আজ ১৩ বছরের সংসার জীবন সত্যি সত্যিই খুব খুশি আমি। প্রেম হয়ত বিয়ের পর বেশি মাখো মাখো হয়........