আমাদের সম্পর্কটা ৭ বছরের। সেই ২০১৫ সাল থেকে শুরু। সেম এজ রিলেশন। পুরো সময়টা পার হয়েছে অনেক দুষ্টু মিষ্টি ঘটনার মাধ্যমে। একটা ঘটনা মনে পড়ে বারবার। ২০১৬ সালে আমি এডমিশন কোচিং এর জন্য ঢাকায় আসি গাইবান্ধা থেকে। আর সেও কোচিং শুরু করে রংপুরে। তখন তো প্রথম ঢাকায় আসা, তেমন কিছু চিনি না। আর টাকা পয়সাও খুব হিসেব করে চলতে হয়।২১ আগষ্ট ছিল ওর জন্মদিন।ওর খুব মন খারাপ ছিল যে দেখা হচ্ছে না। আমার তখন মনে হল যে ওকে সারপ্রাইজ দিব। ২০ তারিখ রাতে ছোট্ট একটা গিফট কিনে রওয়ানা হলাম রংপুরের উদ্দেশ্যে। পরদিন ওর কোচিং এর সামনে গিয়ে ওয়েট করলাম। ও আমাকে দেখে ভূত দেখার মত চমকে উঠেছিল।সারাদিন অনেক জায়গায় ঘুরেছিলাম।এখন তো চাইলেই যখন তখন যেখানে সেখানে যেতে পারি। কিন্তু সেই সময়ের অনুভূতিটাই ছিল অন্যরকম।ভাল থাকুক ভালবাসা।