By - Shumi

আমাদের সবচেয়ে প্রিয় মুহুর্ত কিংবা মজার মুহুর্ত যেটাই বলি না কেনো সেটা হচ্ছে - ফেসবুকে পরিচয় থেকে না চাইতেও হঠাৎ করে দু'জনের সামনাসামনি দেখা! দেখার পর অবাক চোখে তাকিয়ে ভাবা- একে কি আমি চিনি? নাকি চিনি না! দেখা হয়েছিলো ২০১৯ সালে, শীতের ভোর সকালে৷ সাডেনলি! মাহফুজা ম্যামের কাছে কোচিং করতাম - আজিমপুর কলোনিতে ওনার বাসা৷ একদিন কোচিং যাচ্ছিলাম আর ও কলোনি দিয়ে বের হচ্ছিলো, এক্সামের সময় পরীক্ষা দিতে৷ একটা ব্যাপার আছে, ঢাকা কলেজের ফাইনাল এক্সামের সিট ইডেন কলেজে পরে,আর ইডেন কলেজের ঢাকা কলেজে হয়৷ ওভাবেই আমাদের কলেজে যেদিন সে এক্সাম দিতে আসে,সেদিন ই চট করে সামনাসামনি দেখা! তখন একটা গাড়ি এসে রাস্তা ব্লক করে দেয় আর আমরা ২ জন সামনাসামনি পরে যাই৷ তখন মনে হইলো- আরে এরে তো চিনি মনে হয়! কথা বলি নি সেদিন। বাসায় এসে যখন ফেসবুকে জিজ্ঞেস করলাম- ওটা কি তুমি ছিলা? সে তো ডিরেক্ট অস্বীকার! আরে না,ওটা আমি না! তারপর নানা তর্ক বিতর্কে শেষমেশ স্বীকার করলো। এ ঘটনাটা মনে হলে খুব হাসি৷ এরকম হুট করে দেখা,না চেনার ভান,অস্বীকার করা- সব মিলিয়ে সুন্দর মুহুর্তের সুন্দর স্মৃতি.. আমাদের একটা ভিশন হচ্ছে "আমরা দু'জন মিলে বিয়ের পর একটা ইউটিউব চ্যানেল খুলবো" আর, একটা ট্যুর দিবো দেশের বাইরে৷ এখন তো ফ্যামিলি রেস্ট্রিকটেড তাই বের হতে পারি না। হলেও দুপুর ২ টার মধ্যে বাসায় ফিরতে হয়। এখন টিএসসিতে সময় পাস করি কয়েক ঘণ্টা,একদিন একসাথে সাজেক যাবো,মালদ্বীপ যাবো,আর নিজেদের একটা ইউটিউব চ্যানেল খুলবো। আর হ্যাঁ, আমাদের দু'জনের আরো একটা সিক্রেট ভিশন হচ্ছে - একটা ফ্ল্যাট আর একটা আইফোন কেনা। যেটা এখন থেকেই প্ল্যান করতেছি,দুজনের জবের টাকা জমিয়ে কেনার। ভালোবাসার ভিশন ইনশাআল্লাহ্ সব পূরণ করবো, একদিন।