ভালোবাসার ভিশন স্বপ্নেও রঙ্গিন হয়। আমার ভিশন আমার স্বামীকে নিয়ে কোন ঝড়ের রাতে রোমান্টিক মুভি দেখা। আবার ওকে নিয়ে ঝুম বৃষ্টিতে টং দোকানে চা খেতে চাই, আবার সেই জাবির কৃষ্ণচূড়া পড়ে থাকা রাস্তায় হাটতে চাই। কিংবা সিলেটের চা বাগানে প্রকৃতির আনন্দ নেয়া। আমার ভিশন আমার জীবন সঙ্গীকে খেলা দেখতে একটি ঝকঝকে crystal clear picture tube এর Vision দেয়া।