By - Aklima Lisa

'ভালোবাসি ভিশন' আমার প্রিয় স্বামীকে।কলেজের নবীনবরণ অনুষ্ঠানে দেখা হয়েছিল তার সাথে( ইব্রাহিম খলিল)।সেইদিন দু'জনে একসাথে একই দোকানে ফুচকা খেয়েছি।খাওয়ার সময় দেখেছি সে অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে ছিল।আমিও মিটমিট করে খাচ্ছি আর দেখছি।তারপর সে দোকানদারকে খাওয়া শেষ করে প্লেট দিবে আমিও দিবো ওমনি দু'জনের ধাক্কা লেগে গেলো।কেউ মুখে কোনো কথা বললাম না কিন্তু চোখে চোখে অনেক কথা হয়ে গেলো।তারপর দু'জনে চলে গেলাম। অনুষ্ঠান শুরু হলো দেখলাম যে আমাদের গোলাপ দিচ্ছে সে আর কেউ না একটু আগে সেই সুদর্শন পুরুষ সাথে আমার ধাক্কা লেগেছে।আমি দেখলাম সে আমাকে ফুল দিতে আসলো আর সাথে একটা চিরকুট।আমি তো পুরাই পাংখা মেঘ না চাইতে জল।এক মিনিটে কল্পনা হারিয়ে গেলাম, কাগজে কি আই লাভ ইউ লেখা নাকি ফোন নাম্বার চাইলো,কারণ নাটক সিনোমায় তো দেখছি।নায়ক ছোট কাগজের টুকরোতে আই লাভ ইউ বা ফোন নাম্বার দেয়।তারপর সে বললো কই ধরো তারপর নিলাম।আমার যে কি ভালো লেগেছে।খুলে দেখলাম বললো সুন্দরী রমনী আমার ফোন নাম্বার একটা মিস কল দিলেই হবে। ফুচকা দোকানে ফুচকা খেলাম আর মামাকে ৩০ টাকা বেশি দিলাম। আর আমি বাসায় গেলাম সোজা।গিয়ে রাতে নক দিলাম আর আমাদের প্রেম কাহিনী শুরু।প্রথম প্রথম বিভিন্ন ভাষায় আমারে সে ভালোবাসে তা প্রকাশ করতো।আমি গুগল থেকে জেনে তাকে রিপ্লাই দিতাম। একসাথে হেঁটেছি চাঁদপুর বড় স্টেশন এ। হাতে হাত রেখে।স্বপ্ন দেখি, একদিন তাকে নিয়ে সৌদি আরব যাবো এবং হজ্জ করবো।আর জন্ম-জন্মান্তরে একই সুতোয় বাঁধা থাকতে চাই।