আমার ভালবাসা একটি সিনেমার গল্পের মত, ভালবাসার মধ্যে সুখ অন্তর্নিহিত থাকে। আমার ভালবাসার শুরু হাই স্কুল থেকে। আমি জেএসসি এক্সাম দিয়ে ক্লাস নাইন এ ভর্তি হয়। তখন আমাদের স্কুলে মাত্র ১০ জন ছাত্র সাইন্স নিয়ে পড়েছিলাম,এর ভিতর ৩ জন মেয়ে ছিল। আমাদের স্কুলে সাইন্সের কোনো ভালো টিচার ছিল না,তাই দূরে গিয়ে প্রাইভেট পড়তে হতো। একদিন ক্লাসে সবচেয়ে সুন্দরি মেয়ে আমাকে তুই করে ডাক দিল। আমি রাগ বললাম,তুমি আমাকে তুই করে বল কেন,সেটা আমার পছন্দ নাহ। তাই সেদিন থেকে আমাকে তুমি করে বলতে লাগলো। তারা চোখের চাহনি,তার কথা, তার চলন আমাকে মুগ্ধ করে দিল। কিন্তু কিভাবে তার সাথে ভাললাগার কথা বলবো,বুজতেই পারছিলাম নাহ।এভাবে কয়েকদিন কেটে গেল। একসাথে আড্ডা দেওয়া,গল্প করা সবই হয়। আমরা বন্ধুরা মিলে দূরে প্রাইভেট পড়ার জন্য টিচার ঠিক করলাম। কিন্তু প্রাইভেট টি সকাল ৭:০০ সময় ছিল,তখন অনেক শীত আর ঘন কুয়াশা ছিলা,মেয়েরা কিভাবে যাবে। তাই আমরা ঠিক করলাম,সবাই আমাদের সাইকেলের পিছনে ওঠে যাবে। তারা সকালে আসে, কিন্তু আমার প্রিয় মানুষ জারাহ আমার সাইকেলে প্রতিদিন ওঠে,অন্যকোনো বন্ধুর সাইকেলে যায়না। এভাবে একদিন তার ফোন নাম্বার নিলাম,প্রতিদিন ফোনে কথা হয়। কিন্তু ভালবাসার কথা বলা হয়না।হঠাৎ একদিন সাইকেলের পিছনে তুলে সাহস করে বলে ফেললাম,জারাহ তোমাকে আমার ভালো লাগে। তখন সে বললো একটু সাইকেল থামাও। আমি দাড়ালাম,তখন সে ফেইস বললো,তোমাকেও আমার ভালো লাগে,ভালোবাসি,কিন্তু আমার ভয় হয়,তুমি যদি হারিয়ে যাও। আমি বললাম,চিন্তা করোনা,আমি তোমারই থাকবো। এভাবে আমাদের ভালবাসার শুরু হয়। এখনো আমরা একসাথে পড়াশোনা করি,আমাদের বিয়ে হয়নি। কিন্তু ভালবাসা টা ঠিক আগের মতই আছে।ইনশাল্লাহ বিয়ের মাধ্যমে একদিন আমাদের ভালবাসা সার্থক হবে।