By - Umme salma

তোমার প্রতি কতটা ভালোবাসা প্রকাশ করলে যথেষ্ট হবে, জানি না। তোমায় কতটা ভালোবাসি, তা হয়তো ‘ভালোবাসি’ কথাটা দিয়ে বোঝানো যাবে না। নিজেকে ভাগ্যবতী মনে হয়, তোমার মতো একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি বলে। তুমি ঠিকই বলো, আমাদের শুরু আছে, কিন্তু শেষ নেই। সত্যিই, ভালোবাসা দিয়ে যে সাগর তুমি তৈরি করেছ আমার জীবনে, তার কোনো শেষই আমি দেখতে পাই না। শত ঝড়–ঝাপটাতেও আমাদের ভালোবাসা একটুও কমেনি। এভাবেই ভালোবেসো, ভালো রেখো আমায়। শুধু এতটুকুই বলব, ভালোবাসি, খুব ভালোবাসি তোমাকে।