প্রথম প্রেমের দুষ্টু-মিষ্টি পাগলামির গল্প l বৃষ্টিতে ভিজছি,আমি আর আমার স্ত্রী শারমীন ।একটু ঠান্ডা লাগলেও জানুর সাথে বৃষ্টিতে ভিজার মজাই আলাদা। শারমীনের সাথে আমার পরিচয় ২০১৭ সালে।পারিবারিক ভাবেই আমাদের বিয়ে হয় ।আমি যখন ওকে প্রথম দেখি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না যে এতো সুন্দর মানুষ কেমনে হয়। ও খুব নরম এবং ভালো মনের মেয়ে l আমার খুব কাছের বন্ধুর বোনের বান্ধবীর ছোট বোন l ওই বন্ধুর বোনের কাছ থেকেই আমি শারমীনের নাম্বার নেই l বেশ কিছুদিন ফোনে কথা বলা ফেসবুক এ চ্যাট,ভালো একটা রিলেসন তৈরী হলো l আমার ব্যাপারে বলি আমি প্রেম করি করতেছি করতে করতে জীবনের অনেক সময় পার করে দিছি l ক্যারিয়ার গরব, ব্যাবসা করব ,আর কত কি, এগুলি করতে করতে বয়স বেড়ে গেছে ,তাই আর প্রেমের সময় কম সরাসরি বিয়ে l কিছুদিন পর শারমীনের সাথে আমার বন্ধুত্ব গড়ে উঠে। পাগলামি বলতে আমি ওকে বার বার ফোনে দিতাম কথা বলতাম,ইনবক্স করতাম l ওকে প্রথম দেখেই ভালো লেগে যায় l আমি ওর চেয়ে বয়সে বেশ বড়ো l একদিন সকালে আমি শারমীনকে কে ফোন দেই। -হ্যালো -হ্যা,শারমিন তুমি কই? -বাসায়,ক্যানো কি ব্যাপার? -তুই একটু কফি হাউজে আস। -আমি তো একটু ব্যাস্তো....ওকে আসছি। আজ নীল একটা শারি পরেছে ও।খুব দারুন লাগছে ওকে। -কি জন্য এতো জরুরি তলব,বলুন আমাকে ও আপনি বলে ) -হুমম। তারপর ওর সাথে অনেক গল্প করলাম l ওকে বললাম আমি ওকে পছন্দ করি l বিয়ে করতে চাই l শারমিন বললো ওর বাবা মার সাথে কথা বলতে l আমার বাবা-মা,খালা,মামা, চাচা সবাই গেলো কথা বলতে l ওদের বাসা আর আমার বাসার দূরত্ব ১৫ মিনিটের রাস্তা l আমি বাবা মায়ের এক ছেলে l শারমিনের বাবা মা রাজি হয়ে গেলো l আমরা খুব সুখী দম্পতি l আমি ছিলাম কিছুটা ধার্মিক মাইন্ডের l প্রেম করিনি l ইচ্ছা ছিল কিন্তু হয়নি l শারমীন আমার প্রথম প্রেম ওই আমার শেষ l আমার একটি মেয়ে আছে l ভবিষ্যতে আরেকটি সন্তান নেয়ার প্লান আছে।দেশ বিদেশে ঘুরে বেড়ানো এবং গাড়ি কেনার একটা ইচ্ছে রয়েছে।। ছেলেমেয়েদেরকে ভালো স্কুল কলেজে পড়ার স্বপ্ন রয়েছে। মহান আল্লাহপাক আমাকে সফলতা দান করুন।। দোয়া করবেন আমাদের জন্য।