By - Farhad Reza

".........প্রথম বার-ই দেখেছি ওকে, তারপর ওর উদ্দেশে পাঠালাম একটা 'নীল খাম'......যেখানে লেখা ছিল...'তোমার ঘন কালো চুলে হারিয়ে যায় মন, হারিয়ে যাওয়া এ মন কে খুঁজে পাওয়া কঠিন যদিনা তোমার ঐ ঘন কালো চুলে ঘ্রাণ নেয়ার অধিকার না পাই!’............... ......ব্যাস এ টুকুই বাকীটা শুধুই দুজনের একত্রে পথ চলা.........” ‘যবে থেকে এসেছিলে এ ভবে, তবে থেকে তুমি যে আমার এ কথাটি বলি যতবার ভালো লাগে ভালো লাগে কেন ততবার!......একবার বলি, বারবার বলি, বলি যে লক্ষ বার তুমি আমার প্রিয়তমা, তুমি যে আমার!’......… ‘হে প্রিয়তমা, তুমি কি জানো, তুমি জিতলেই যে জিতে যায় আমার ভালবাসা...?’............”