আমি তাজিয়া পারভীন রাখি আমি ঢাকার একটি পরিচিত সরকারি স্কুলের সহকারী শিক্ষক পদে আছি। এটা ছাড়াও আমার একটি বড় পরিচয় আমি একজন মা একজন ওয়াইফ।আমি ঘরে বাইরে দুইদিকেই সমান তালে এগিয়ে চলছি।আমি খুব কম বয়স থেকে শিক্ষকতা শুরু করি,সব সময়ই সংগ্রাম করে আজকের এই পজিসনে এসেছি।একটা সময় গেছে যখন আমি চাকুরী, সংসার আর আমার মাস্টার্স ডিগ্রী সব একসাথে চালিয়েছি। ছোট ৯ মাসের ছেলে নিয়ে ঢাকা থেকে গাজীপুরে গিয়ে পিটিআই ট্রেইনিং করেছি এই সব কিছু আমার একার পক্ষে সম্ভব হতোনা যদিনা আমার পাশে আমার স্বামী ছায়ার মত আমার পাশে থাকতো। তিনি এমন একজন মানুষ যিনি মানুষ এর কথা উপেক্ষা করে আমার প্রতিটি কাজে আমাকে সাহায্য আর সাহজ দিয়ে গেছে । এমনও দিন গেছে আমি আমার ছোট বাবুকে রেখে সকালে গাজীপুর পিটিয়াই ট্রেইনিং এ চলে গেছি, আমার স্বামী আমার ছোট বাবুকে মায়ের মত করে ওই সময়টা দেখে রেখেছে সাথে রান্নাও করে রেখেছিল যাতে আমি এসে খেতে পারি। আমার স্বামী ঢাকায় তার বিজনেস রেখে যখন আমার সাথে গাজিপুর ট্রেইনিং এ ছিলো শুধু মাত্র আমার ক্যারিয়ার তৈরি করার জন্য, ওই সময়টা তাকে অনেকে নানান রকমের কথা বলেছে কেন আমার জন্য সে নিজে এতো কস্ট করছে, তাদের কথা ছিলো বউ মানুষ থাকবে ঘরের ভিতর তারা শুধু মাত্র সংসার করবে, সমাজের এমন চিন্তা ভাবনা এর উপর ছাই দিয়ে আমার স্বামী আমাকে অনার্স, মাস্টার্স করিয়েছে সাথে চাকুরী করা ট্রেইনিং সব কিছু আমার স্বামী করেছে। একবারের একটি ঘটনা বলি আমার অর্নাসের ৩য় বর্ষের ফাইনাল পরিক্ষা দিতে গেছি আর বাইরে গাছতলায় বসে আমার স্বামী আমার বড় ছেলে আরাফ যার বয়স ছিলো তখন মাত্র ৪০ দিন তাকে বুকে জড়িয়ে ধরে ফিডারে করে দুধ খাওয়াচ্ছিলো, তখন নাকি আশেপাশের মানুষগুলো তাকিয়ে কানাকানি করছিলো একজনতো বলেই দিল যে এতো ছোট বাচ্চাকে রেখে মা কিভাবে পরিক্ষা দেয়!! আমার স্বামী তখন তাদের বলেছে " আমার স্ত্রী যতক্ষন বাইরে থাকে ততক্ষন আমিই আমার ছেলের মা আমিই বাবা"। এমন হাজারো উদারন আছে আমার স্বামীকে নিয়ে,আমার স্বামী আমার একজন ভালো বন্ধু হয়ে আমার পাশে ছিলেন, আমার জন্য সে অনেক কিছু ত্যাগ স্বীকার করেছে তিনি, আমি তার কাছে অনেক বেশিই কৃতজ্ঞ। ধন্যবাদ নাজমুল তুমি সত্যিই একজন ভালো বাবা, ভালো স্বামী, ভালো ছেলে সবসময় এই ভাবেই আমার পাশে থেকো ছায়ার মত, তোমার জন্য আজ আমি সফল শিক্ষক,সফল মা,সফল স্ত্রী। নাজমুল তুমি ছাড়া আমি বড্ড অসহায়। আল্লাহ তোমাকে ভালো রাখুক এইটাই চাই, বড্ড বেশি ভালোবাসি তোমাকে প্রিয়।❤️❤️