ভালবাসার কথা বলতে গেলে আমি আমার বাবা - মাকে অতিরিক্ত বেশি বেশি ভালবাসি।আমি আমার বাবা ,মার জন্য অনেক কিছুই করতে মন চায়। কিন্ত মেয়ে হওয়ায় আর বিবাহিত হওয়ায় আমার হাত পা বাধাঁ। মন চাইলেই কিছুই করতে পারিনা।উল্টো তারা আমার সংসার চালায়।যা আমার কাছে ভাল লাগে না।আমার মন চায় মাকে একটা ওয়াশিংমেশিন কিনে দি যাতে এই বয়স তা কাপড় কাচতে না হয়।বাবাকে একটি গাড়ি গিফট করি যাতে অবসরে বসে থেকে দুশ্চিন্তা করে করে শেষ না হয়ে যায়।বাবা মা সবার চিরদিন থাকে না।সেই অল্প সময়ের জীবন বাবা,মাকে সুখি দেখতে চাই।(I LOVE YOU বাবা+মা)